রাহুল পাসওয়ান, আসানসোল: আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল রবীন্দ্র ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা করেন। এই মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি দিলীপ দে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জী, রবীন্দ্র ভবন থেকে মিছিল বেরোনোর পর ভগত সিং মোড়ে ভগত সিং এর মূর্তিতে মাল্য দান করেন প্রার্থী অগ্নিমিত্রা পল সহ বিরোধী দল নেতা শুভেন্দু সহ সাংসদ অর্জুন সিং।