দিগ্বিজয় মাহালী, সবংঃ পশ্চিম মেদিনীপুর জেলা সবং এর রামভদ্রপুর এলাকায় (জে এল নং ৩৯০ তে) মাছের ভেড়ি তৈরীর জন্য একাংশ চাষীর কাছ থেকে জোর করে জমি দখলের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। জমি দিতে যারা ইচ্ছুক নয়, তাদের ওপর স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন হাজরার মদতে কখনো ট্রানস্ফরমার পুড়িয়ে দেওয়া, কখনো জমির ধান নষ্ট করে করার মতো ঘটনার অভিযোগ উঠল এই এলাকায়। ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে স্থানীয় থানা, জেলা প্রশাসন এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছেন বলে দাবি অনিচ্ছুক চাষীদের। শুধু তাই নয় সম্প্রতি তারা হাইকোর্টেও একটি মামলা করেন। সেই মামলা থেকে গত ৮ মার্চ জেলা প্রশাসনের কাছে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে বলে দাবি মামলাকারীদের। একই সাথে পুলিশের ওপরেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন চাষীরা।
অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন হাজরার বক্তব্য, ''জোর করে ভেড়ি করার কোন ব্যাপার নেই। যারা অভিযোগ করছে তাদের নিজের জমি নেই। স্কুল বা মন্দিরের জায়গায় চাষ করত। এলাকায় ঝিল হলে গ্রামের অর্থনৈতিক উন্নয়নও হবে।'' অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে পুলিশ সুপার দীনেশ কুমারের বক্তব্য, ''যদি কারো সমস্যা হয়, তারা পুলিশের সাথে দেখা করুক।''