নিজস্ব সংবাদদাতাঃ শহীদ দিবস নিয়ে এবার টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ মার্চ, ভারতে শহীদ দিবস হিসাবে পালিত হয়। ১৯৩১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামে ভারতের তিন সন্তানকে লাহোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডকে আলিঙ্গন করেছিলেন। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। এদিন তাদের শ্রদ্ধা জানিয়েচ প্রধানমন্ত্রী লেখেন, 'শহীদ দিবসে ভারত মাতার অমর পুত্র বীর ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে প্রণাম। মাতৃভূমির জন্য তাঁর মৃত্যুর চেতনা সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। জয় হিন্দ।'