নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের বগটুই গ্রামের আগুনে দগ্ধ যে-সব রোগী রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের চিকিৎসায় যাতে কোনও খামতি না-থাকে, সে-দিকে বাড়তি নজর দিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের নির্দেশে ওই হাসপাতালেরই সাত চিকিৎসককে নিয়ে তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। সূত্রের খবর, অগ্নিদগ্ধদের চিকিৎসায় প্রয়োজন অনুযায়ী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এসএসকেএম (পিজি) হাসপাতালের সঙ্গেও যোগাযোগ রাখছেন রামপুরহাটের চিকিৎসকেরা।