বন্যপ্রাণী চলাচলের জন্য নির্মিত হচ্ছে এক্সপ্রেসওয়ে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বন্যপ্রাণী চলাচলের জন্য নির্মিত হচ্ছে এক্সপ্রেসওয়ে

নিজস্ব সংবাদদাতা : প্রথমবার বন্যপ্রাণী চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে এক্সপ্রেসওয়ে, যার নাম বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি মহামার্গ। নাগপুর ও মুম্বইয়ের মধ্যে নির্মিত হচ্ছে এটি। ভারতের প্রথম মহাসড়ক হতে চলেছে এই এক্সপ্রেসওয়েটি। ৯টি ওভারপাস ও ১৭টি আন্ডারপাস সহযোগে গড়ে তোলা হবে বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি মহামার্গ।