নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়াদের করোনার টিকাকরণ প্রক্রিয়া। সোমবার গোপীবল্লভপুরের নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠ,কাপাসিয়া জুনিয়র হাই স্কুল ও সিজুয়া জুনিয়র হাইস্কুলের ২২০ জন ছাত্র ছাত্রীদের করবিভ্যাক্স ভ্যাকসিন দেওয়া হল। উল্লেখ্য, এর আগে রাজ্যে ১৫ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীদের টিকাকরণের প্রক্রিয়া চলেছিল। এখনও ১৫-১৮ বয়সীদের মধ্যে করোনা টিকাকরণ চলছে। তার মাঝেই এদিন সারা রাজ্যের পাশাপাশি গোপীবল্লভপুরে শুরু হল ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। গোপীবল্লভপুর ১নং ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ছোটোদের টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া আগের মতো একই নিয়মে হচ্ছে।