ভ্যাকসিনেশন কান্ডে দুই স্বাস্থ্য কর্মী, একজন চিকিৎসক এবং বোর্ডের সদস্যাকে শোকজ করলেন কমিশনার

author-image
Harmeet
New Update
ভ্যাকসিনেশন কান্ডে দুই স্বাস্থ্য কর্মী, একজন চিকিৎসক এবং বোর্ডের সদস্যাকে শোকজ করলেন কমিশনার

রাহুল পাসোয়ন, আসানসোল:


শনিবার সকালে সীতারামপুরে যৌনপল্লীতে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ভ্যাকসিনেশন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। আসানসোল পৌরনিগমের চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে যৌনকর্মীদের ভ্যাকসিনেশন চলাকালীন আসানসোল পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান প্রশাসকের সদস্যা তবাস্সুম আরা নিজে এক মহিলাকে ভ্যাকসিন দিলেন। আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানিয়ে দেন এটা করা উচিত হয়নি, তিনি নিজের দায়িত্বে দিয়েছেন। বিজেপির বিধায়ক অজয় পোদ্দার কটুক্তি করে জানান পরের কাজে মাথা ঘামাবার অভ্যাস বরাবরের, বিনা প্রশিক্ষণে ইঞ্জেকশন দেওয়া উচিত হয় নি। অন্যদিকে তবাস্সুম আরা সরাসরি তার বিরুদ্ধে আসা ইঞ্জেকশন দেবার অভিযোগ অস্বীকার করে বলেন তিনি ইঞ্জেকশন শুধু ধরেছিলেন। শনিবার বিকালে ঘটনার খবর পেয়ে পৌরনিগমের কমিশনার নিতীন সিংহানীয়া শিবিরে উপস্থিত চিকিৎসক ডাঃ অপূর্ব কুমার পান দুইজন নার্স মোনালিসা ভট্টাচার্য ও শাহনাজ পারভিন কে শোকজ করার পাশাপাশি প্রাক্তন ডেপুটি মেয়র তবাস্সুম আরাকে শোকজ করলেন।


আরও খবরঃhttp://https://anmnews.in/Home/GetNewsDetails?p=8250

 For more details visit

www.anmnews.in

Follow us at

https://www.facebook.com/newsanm