নিজস্ব সংবাদদাতাঃ পরিবহন মন্ত্রক লেহ লাদাখে রাস্তার কাজে ৫ হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় করেছে। আজ লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি একথা জানিয়েছেন। তিনি এদিন হায়দরাবাদ ভিত্তিক সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেড (MEIL) এর প্রশংসা করেছেন। লেহ লাদাখে রাস্তার কাজে টেন্ডার পেয়েছিল হায়দরাবাদের এই সংস্থা। এই সংস্থা খুব কম খরচে এই টেন্ডার নিয়েছিল। এর ফলে রাজ্য সরকার লাভবান হয়েছে বলে জানান নীতিন গড়করি।