নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলগ্রহ পর্যালোচনায় নাসার 'পারসিভারেন্স মার্স রোভার' নিজ লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে কাজ করছে। নাসার তরফ থেকে বর্তমান মার্স রোভারটির ক্ষেত্রে আগের যেকোনও রোভারের থেকে মঙ্গলগ্রহের পর্যালোচনার ক্ষেত্রে ১ মাসে বেশি দূরত্ব অতিক্রমের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। চলতি মাসের ১৪ মার্চ এই ৬ চাকার মার্স রোভারের যাত্রা শুরু হয়েছিল। নাসার তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এখনও পর্যন্ত রোভারটি সঠিকভাবে কাজ করছে। বর্তমানে এটি ৫ কিলোমিটার যাত্রাপথে রয়েছে।