নিজস্ব সংবাদদাতা : পুলিশকে কাঠগড়ায় তুললেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, '২ মে থেকে আজ পর্যন্ত ৫৬ জন বিজেপি কর্মী খুন। তার মধ্যে ২ জন সংখ্যালঘু, ৪ জন মহিলা আছে। পুলিশের সামনে আমাদের বারাসাতে একজন সংখ্যালঘু কর্মীকে পিটিয়ে খুন করে দেওয়া হল। পুলিশ আজ পর্যন্ত কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারল না। কোনও গ্রেফতার করতে পারল না। আমরা বলেছিলাম, এই সরকার যতদিন পশ্চিমবঙ্গে থাকবে এরা শুধু বিরোধীদের খুন করবে। এই সরকার বিরোধীশূন্য নির্বাচন করার জন্য পশ্চিমবঙ্গের সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাজেয়াপ্ত করেছে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচনে মানুষের অংশীদারিত্বকে দূরে সরিয়ে দিয়েছে।'