তবে কী রামপুরহাট কাণ্ডে লুকিয়ে গোষ্ঠী বিবাদ?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তবে কী রামপুরহাট কাণ্ডে লুকিয়ে গোষ্ঠী বিবাদ?



নিজস্ব সংবাদদাতাঃ ভাদু শেখ কে? টিএমসি নেতা, ভাদু শেখ একসময় এলাকার একজন শক্তিশালী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তিনি অবৈধ জমি লেনদেন এবং উপকরণ সরবরাহের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন। শেখ তার ছোট সাম্রাজ্য চালাতেন অপরাধীদের একটি সশস্ত্র দল নিয়ে। টিএমসি নেতা শীঘ্রই তার নিজের কিছু গুন্ডাকে দল থেকে ছেঁটে ফেলেন। সূত্রের খবর, পলাশ শেখ ও সঞ্জু শেখ দল ভেঙ্গে নিজেদের দল গঠন করেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লাভজনক বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে একটি তিক্ত যুদ্ধ শুরু হয়। বিনা পয়সায় বোমা ও গুলি দিয়ে, পলাশ ও সঞ্জু সুযোগ পেয়ে ভাদুকে খুন করে। টিএমসি নেতার মৃত্যু তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর পরই তারা সানু শেখের বাড়িতে গিয়ে বাইরে থেকে লুটপাট করে এবং ভাঙা জানালা দিয়ে ঘরের ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এইভাবে আটজনকে জীবন্ত দগ্ধ করা হয়েছে। এমনটাই স্থানীয় সূত্রে খবর।