দুইদিন সাধারণ ধর্মঘটের সমর্থনে আইন অমান্য, গ্রেফতার ২৪ জন বামপন্থী কর্মী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুইদিন সাধারণ ধর্মঘটের সমর্থনে আইন অমান্য, গ্রেফতার ২৪ জন বামপন্থী কর্মী

নিউজ ডেস্কঃ , ঝাড়গ্রাম- কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে ২৮ ও ২৯শে মার্চ দেশব্যাপী সাধারণত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বামপন্থী গন সংগঠনগুলির পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে জেলাশাসকের কার্যালয়ের সামনে আইন অমান্য কর্মসূচির আয়োজন করা হয় ।ওই আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিকেড ভেঙ্গে জেলাশাসকের কার্যালয়ে ঢুকতে গেলে সিপিএমের ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক প্রদীপ সরকার, সিপিএম নেতা প্রাক্তন সাংসদ ডাক্তার পুলিন বিহারী বাস্কে ও সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা পার্থ যাদব সহ ২৪ জন বামপন্থী গণসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা পার্থ যাদব বলেন, 'বামপন্থী সংগঠনগুলির আন্দোলন চলছে চলবে। তৃণমূল কংগ্রেসের পুলিশ জোর করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না।, তাই আগামী ২৮ ও ২৯শে মার্চ সারাদেশব্যাপী ধর্মঘট পালন করার জন্য তিনি ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন।