পানীয় জল না পেয়ে বিক্ষোভে তৃণমূল কাউন্সিলর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পানীয় জল না পেয়ে বিক্ষোভে তৃণমূল কাউন্সিলর

রাহুল পাসোয়ান, আসানসোলঃ দীর্ঘদিন পানীয় জল না পেয়ে এবার আসানসোলের পি এইচ ই দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হলেন আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যাম সরেন, তৃণমূল কর্মী এবং আম জনতা। প্রসঙ্গত আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডের সেনরেলে এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। গত নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পানীয় জলের সরবরাহ করা। কিন্তু নির্বাচন জয়ের পরেও সেই চিত্র বদলায়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। তাই বাধ্য হয়েই এলাকার তৃণমূল কাউন্সিলর'ও অভিযোগের আঙ্গুল তুলছেন সরকারি কর্মীদের বিরুদ্ধে। কাউন্সিলর শ্যাম সরেন জানান, '' দীর্ঘদিন ধরে জেলাশাসক থেকে শুরু করে সমস্ত অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি। জল পাচ্ছেন না এলাকার লোকেরা।'' এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভরত তৃণমূল কর্মী তথা সাধারণ মহিলারা দপ্তরে তালা লাগিয়ে দেন এবং কর্মীদের অফিসের বাইরে বের করে দেন। এলাকাবাসীর অভিযোগ,.খাবার জল জোগাড়ে চোখের জল পরে যায়। বলে বলেও কোনো সুরাহা হচ্ছে না বলে তাদের অভিযোগ। প্রসঙ্গত এই এলাকায় প্রায় ১০০০ পরিবারের বাস। ৩০ দিনের মধ্যে ২৮ দিনই জল পাওয়া যায় না বলে দাবি তাদের।