বামদের কর্মসূচী ঘিরে ধুন্ধুমার জেলা শাসকের দফতর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বামদের কর্মসূচী ঘিরে ধুন্ধুমার জেলা শাসকের দফতর

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাঁকুড়ায় বামদের কর্মসূচী ঘিরে ধুন্ধুমার কান্ড জেলা শাসকের দফতর চত্বরে। উল্লেখ্য, আগামী ২৮ এবং ২৯ শে মার্চ বনধের ডাক দিয়ে দিয়েছে বামেরা। তার সমর্থনে বামেদের আইন অমান্য আন্দোলনকে ঘিরে পুলিশ- বাম কর্মীদের ধস্তাধস্তি। সব মিলিয়ে তুলকালাম বাঁকুড়ার জেলা শাসকের দফতর চত্বর। উল্লেখ্য, আজ বাম কৃষক ও শ্রমিক সংগঠনগুলির কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে বাঁকুড়া জেলা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে শুরু হয় প্রবল ধস্তাধস্তি। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ,অভিযোগ বামেদের। আয়কর আওতার বাইরে এমন ব্যাক্তিদের মাসে সাড়ে সাত হাজার টাকা ভাতা দেওয়া, অরণ্যের পাট্টা প্রদান ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির বন্ধের প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ মার্চ সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কেন্দ্রীয় একাধিক ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠন। সেই কর্মসূচীর সমর্থনে আজ বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মাঠ থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দফতরে যায় বাম কৃষক ও শ্রমিক সংগঠনগুলি। পুলিশ ব্যারিকেড তৈরী করে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। আন্দোলনকারীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরের ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলেও দাবি করেছে বামেরা।