বালি খাদানে পুলিশের হানা, উদ্ধার একাধিক গাড়ী, গ্রেপ্তার ১২

author-image
New Update
বালি খাদানে পুলিশের হানা, উদ্ধার একাধিক গাড়ী, গ্রেপ্তার ১২

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: জেলার দুই থানা এলাকায় অবৈধ বালি খাদানে হানা পুলিশের। উদ্ধার একাধিক গাড়ী ও বালি তোলার যন্ত্রাংশ। গ্রেফতার হয়েছে ১০ জনের বেশী। শনিবার দুপুর নাগাদ গুড়গুড়িপাল থানা এলাকা এবং খড়্গপুর লোকাল থানা এলাকায় অবৈধ বালি খাদানে হানা দেয় পুলিশ।

 

যেখানে গুড়গুড়িপাল থানার মনিদহ এলাকায় জেসিবি ও নৌকা মেসিনের দ্বারা বালি তোলা হচ্ছিল। সেই খবর আসার সঙ্গে সঙ্গেই হানা দেয় পুলিশ। জেলার পুলিশ সুপার দীনেশ কুমারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, গুড়গুড়িপাল থানার ওসি আসিফ সানি পুলিশ ফোর্স নিয়ে একাধিক গাড়ী উদ্ধার করেন। অপরদিকে খড়্গপুর লোকাল থানা এলাকার কাঁসাই নদীতে হানা দেয় পুলিশ। ওই এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, জেলা জুড়ে যেখানেই অবৈধ বালি খাদান থাকবে আমরা সেখানেই হানা দিয়ে তা বন্ধ করবো। এবং আইনানুগ ব্যবস্থা নেবো। পাশাপাশি এ জেলায় বেশ কিছু বৈধ খাদানও রয়েছে। তারা তাদের নিয়মের বাইরে কাজ করলেন আমরা পদক্ষেপ নেবো।" 





আরও খবরঃ   https://anmnews.in/Home/GetNewsDetails?p=8137/  https://anmnews.in/Home/GetNewsDetails?p=8134
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm