নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের মুখ্য সচিবকে শীঘ্রই একটি বিশদ প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর। বীরভূমের রামপুরহাটের বগতুই গ্রামে মারপিট ও সহিংসতার ঢেউয়ে একজন রাজনৈতিক নেতাকে খুন করার সময় সাতজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। স্থানীয় সূত্র দাবি করেছে যে আগুন লাগা বাড়িগুলি থেকে দশটি পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে রাজ্যের ডিজিপি উল্লেখ করেছেন যে পুলিশ সাতটি মৃতদেহ খুঁজে পেয়েছে।