নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাস থেকে শুরু করে মূল্য বৃদ্ধি হয়েছে জ্বালানিরও। একদিকে হেঁসেলে আগুন, অন্যদিকে জ্বালানির জালায় দীর্ঘশ্বাস ফেলছে সাধারণ মানুষ। এরকম পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, ''নির্বাচনের আগে ভোটারদের ক্ষতি না করার জন্য সরকার বাজার মূল্যে হস্তক্ষেপ করেছে এবং এর পরেই তারা আবার দাম বাড়ার অনুমতি দেয়। এটি অযৌক্তিক কারণ আমরা পেট্রোল পাম্প এবং গ্যাস সিলিন্ডারে যা পরিশোধ করি তার সবচেয়ে বড় অংশ করের শর্তে। সরকার যদি সত্যিই ভারতের সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে চায় তবে তাদের দাম বাড়ানোর পরিবর্তে কর কমানো উচিত ছিল।''