নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি। ইতিমধ্যেই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পদত্যাগ দাবি করছেন। এরই মধ্যে বিজেপি পরিষদীয় দলের পক্ষে মনোজ টিগগা জানান, "আবার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি কারও জীবনের কোনও মূল্য নেই। এমন হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন"।