নিজস্ব সংবাদদাতা : আগামীকাল ২৩ মার্চ শহীদ ভগত সিংয়ের প্রয়াণ দিবস। তার আগে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভগত সিংয়ের স্মরণে রাজধানীতে ঝারোদা কালানে ১৪ একর জমিতে 'শহীদ ভগত সিং সশস্ত্র বাহিনী প্রস্তুতিমূলক স্কুল' তৈরির ঘোষণা করলেন তিনি। সম্পূর্ণ বিনামূল্যে সশস্ত্র বাহিনীর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী আরও জানান, ''দিল্লিতে বসবাসকারী যে কোনও ছাত্র এই স্কুলে নবম এবং একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারে। উভয় শ্রেণীতে ১০০টি করে আসন থাকবে। এই বছর ক্লাস শুরু হবে এবং আমরা এর জন্য ১৮,০০০ আবেদন পেয়েছি। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হবে।''