হাবিবুর রহমান, ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের তৃতীয় দিনে ঢাকায় মানুষের চলাচল আগের দুদিনের তুলনায় অনেক বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজারগুলোতে শনিবার মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। অলিগলিতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় দেখা গেছে। ঢাকার পল্টন, মালিবাগ, আজিমপুর, মিরপুর, উত্তরা ও ধানমণ্ডিসহ সব প্রধান প্রধান সড়কে যানবাহনের চাপও বেড়েছে। ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, হাতিরপুল এলাকায় রিকশা চলাচল বেড়েছে। পাশাপাশি চলছে কিছু ব্যক্তিগত গাড়িও।
তবে বিধি-নিষেধ মানাতে ঢাকার পথে পথে আগের মতোই আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের তল্লাশি পেরিয়েই বাইরে বের হতে হচ্ছে সবাইকে।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে এক সপ্তাহের ‘কঠোর লকডাউনের’ প্রথম দুই দিন ঢাকা অনেকটাই ফাঁকা ছিল। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়ে এই দুই দিন অনেকেই শাস্তির মুখে পড়েছেন। দুই দিনে আট শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিলে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭ ঘন্টায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হয়েছিল, কারও মুখে মাস্ক ছিল না।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8137/ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8134
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm