নিজস্ব সংবাদদাতাঃ দেশে এবার তৈরি হবে স্পুটনিক লাইট ভ্যাকসিন। ড্রাগ সংস্থা হেটেরো সোমবার জানিয়েছে যে বায়োলজিক শাখা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশন থেকে দেশে স্পুটনিক লাইট তৈরির অনুমতি পেয়েছে। সীমিত ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই অনুমতি পাওয়া গিয়েছে। সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, হেটেরো হল ভারতের প্রথম বায়োফার্মাসিউটিক্য়াল সংস্থা যারা প্রথম ভারতে এই টিকা প্রস্তুত এবং বাজারিকরণের জন্য অনুমতি পেল।