হরি ঘোষ, দুর্গাপুরঃ সোমবার সন্ধ্যায় দুর্গাপুর গোপালমাঠ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে বালি বোঝাই লরি ও ডাম্পারের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুত্বর জখম হয় একজন ডাম্পার চালক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক এসিপি তুহিন চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারে আটকে পড়া চালককে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একটি বালি বোঝাই লরি জাতীয় সড়কের ওভারব্রিজ দিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিলো। গোপালমাঠ এলাকায় দুর্গাপুর মুখী অপর একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। বালি বোঝাই লরিটি সড়কের ডিভাইডারে উঠে যায়। ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ডাম্পার চালক রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে আটকে যায় গাড়ির মধ্যেই। পুলিশ প্রায় এক ঘন্টা ধরে উদ্ধার কাজ চালায়। জখম চালকের নাম শেখ ফারুক। কলকাতার কামালগাছি এলাকার বাসিন্দা। আহত চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।