আমরা কোনো সুবিধা পাইনি, কাশ্মীর ফাইলস প্রসঙ্গে কেসিআর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আমরা কোনো সুবিধা পাইনি, কাশ্মীর ফাইলস প্রসঙ্গে কেসিআর

নিজস্ব সংবাদদাতা : 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি কী, কোনো প্রগতিশীল সরকার থাকলে সেচের ফাইল, অর্থনৈতিক ফাইল থাকা উচিত বলে মন্তব্য করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি রাও। তাঁর কথায়, '''কাশ্মীরের ফাইল' কে চায়? দিল্লিতে, কাশ্মীরের পণ্ডিতরা বলছেন যে কিছু লোক ভোটের জন্য এটি করছে, আমরা কোনও সুবিধা পাইনি।''
অন্যদিকে, কেন্দ্রের কাছে ইয়াসংগীর ফসল কেনার দাবিতে গামীকাল দিল্লি যাবেন তেলেঙ্গানার মন্ত্রীরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা কেন্দ্রের কাছে ইয়াসংগীর ফসল কেনার দাবি জানাচ্ছি। আমাদের মন্ত্রীরা আগামীকাল দিল্লিতে যাবেন কেন্দ্রের জন্য। খাদ্য খাত ভারতের একটি গুরুত্বপূর্ণ খাত। দেশে একটি অভিন্ন খাদ্যশস্য নীতি থাকতে হবে। আমরা চুপ থাকব না, আন্দোলন করব। আমরা ১০০ শতাংশ ক্রয় আদেশ না পাওয়া পর্যন্ত লড়াই করব। আমি আগেই বলেছিলাম ইউপিতে বিজেপির আসন কমবে, সেটাই হয়েছে। আমরা কেন্দ্রের কাছে এমএসপির মাধ্যমে ফসল কেনার দাবি জানাই, আপনি ধান কিনুন এবং এমএসপি দিন যেমন আপনি পাঞ্জাবে করছেন।''