সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: পাওনা বেতনের দাবিতে জলপাইগুড়ি পুরসভা অফিসের সামনে বিক্ষোভ অব্যাহত অস্থায়ী সাফাইকর্মীদের। খবর পেয়ে পুরসভায় এসে পরিস্থিতি সামাল দেন প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে কাজের জন্য প্রায় ৫০০ জন অস্থায়ী সাফাইকর্মী রয়েছেন। অভিযোগ, কাজ করার পরও তাঁরা ঠিকঠাক বেতন পাচ্ছেন না। দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের দাবিতে শুক্রবার জলপাইগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখান পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা। তাঁদের অভিযোগ, মাসের ২০ তারিখের পর বেতন মেলে। এভাবে দিনের পর দিন চলতে পারে না। সাফাইকর্মীদের দাবি, প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন দিতে হবে। আর শনিবারের মধ্যে দুই মাসের বকেয়া বেতন না দেওয়া হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিক্ষোভের খবর পেয়ে পুরসভায় যান প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। তিনি অস্থায়ীকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী বলেন "লকডাউনের জন্য পৌরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের এক মাসের বেতন বাকি ছিল। পরবর্তীতে কর্মীদের সাথে কথা বলে শনিবারের মধ্যেই সমস্ত পাওনা বেতন মিটিয়ে দেওয়া হবে। এছাড়া অস্থায়ী সাফাই কর্মীদের বর্ধিত বেতন, যেটা দেওয়ার তালিকা করা হয়েছে, সেটা জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই ঘটনার পেছনে বিরোধী বিজেপি দলের উস্কানি রয়েছে। এই মুহুর্তে কর্মীরা বিক্ষোভ উঠিয়ে নিয়েছে।"
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8137/ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8134
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm