নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : আসানসোল লোকসভা উপনির্বাচন এ প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রবিবার নির্বাচনী এলাকায় পৌঁছালেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা । ৮.১২মিনিট নাগাদ মুম্বাইয়ের ফ্লাইটে অন্ডাল বিমানবন্দরে নামেন শত্রুঘ্ন সিনহা । সঙ্গে ছিলেন বিহারী বাবুর স্ত্রী পূর্ণম সিনহা ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এদিন দলীয় প্রার্থীকে অভ্যর্থনা জানাতে অনেক আগে থেকেই বিমানবন্দর চত্বরে ভিড় জমান তৃণমূল নেতা কর্মী সমর্থকরা । হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য তৃণমূল বিধায়কেরাও । শত্রুঘ্ন বাবু বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসতেই তার নামে জয়ধ্বনি দিতে থাকেন সমর্থকরা । পাল্টা হাত নেড়ে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি । দলীয় সূত্র মারফত জানা যায় এদিন আসানসোলের ঊষা গ্রামে একটি হোটেলে উঠবেন সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা । সোমবার সকালে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেওয়ার কথা । সেখান থেকে সোজা যাবেন ডিএম অফিস । মনোনয়ন জমা দেওয়ার জন্য ।