বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যান সমিতির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা হল বাঁকুড়া জেলা জুড়ে। আজ বাঁকুড়া জেলার মোট আটটি পরীক্ষা কেন্দ্রে ১১৬ জন ছাত্র, ১৫৩ জন ছাত্রী সহ মোট ২৬৯ জন পরীক্ষার্থী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ গ্রহণ করে বলে জানা গিয়েছে। বাঁকুড়ার সারেঙ্গা, লক্ষীসাগর, আড়ালডিহি সহ মোট আটটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার্থীরা অংশ নেয়। জানা গিয়েছে, সামাজিক সংগঠন 'উৎকল ব্রাহ্মণ কল্যান সমিতির'র অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। শুধু বাঁকুড়া নয় সারা রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ গ্রহণ করবে তাদের মধ্য থেকে ২০ জনকে সম্বর্ধিত করা হবে। এই পরীক্ষা সম্পর্কে সারেঙ্গা উৎকল ব্রাহ্মণ কল্যান সমিতির সম্পাদক ও বাঁকুড়া জেলা কমিটির সদস্য তারাশঙ্কর মহাপাত্র জানান, 'আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে রক্ষার স্বার্থে এই সমিতি গঠিত হয়েছে। এর পাশাপাশি আমাদের ছাত্র ছাত্রীদের মান উন্নয়নও আমাদের লক্ষ্য।' এই অন্বেষণ পরীক্ষা সম্পর্কে আলাড়ডিহি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও উৎকল ব্রাহ্মণ কল্যান সমিতির শিক্ষা সেলের সম্পাদক মৃণাল কান্তি লায়েক জানান, 'যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের নিয়ে এই পরীক্ষা হল, তারা যাতে আগামীদিনে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য পায় তারই প্রস্তুতি হল এই পরীক্ষার মধ্য দিয়ে। এবার প্রথমবার এই পরীক্ষা নেওয়া হল। মোট ২৬৯ জন পরীক্ষার্থী এই পরিক্ষায় অংশ গ্রহণ করেছিল।'