বড় পর্দায় মুক্তি পাবে ''একেন বাবু''

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বড় পর্দায় মুক্তি পাবে ''একেন বাবু''

নিজস্ব সংবাদদাতাঃ বহু প্রতিক্ষিত ''একেন বাবু'' এবার নিয়ে এলো দর্শকদের জন্য সুখবর। শৈল শহর দার্জিলিঙয়ের খুনের ঘটনার কিনারা করতেই আসছে বাঙালির 'সুপারহিরো' একেন বাবু। জানা গেছে বড় ওটিটি প্ল্যাটফর্মে নয়, বরং বড় পর্দায় মুক্তি পাবে এটি। বাঙালির অন্যান্য গোয়েন্দার তুলনায় সম্পূর্ন ভিন্নরূপে ভাবে এই চরিত্রটিকে উপস্থাপন করা হয়েছে। তাতেই চরিত্রটি পেয়েছে অনেক বেশী জনপ্রিয়তা। একেন বাবু একেবারে 'ঘরের লোক'। ছাপোষা বেশভূষা, মুখে সারল্য, রন্ধ্রে রন্ধ্রে 'হিউমার', এবং অবশ্যই রয়েছে বুদ্ধির ধার। যা একেন বাবুর উপস্থিতিকে প্রাঞ্জল করে তুলেছে। ব্যোমকেশ বক্সী, ফেলুদা, মিতিন মাসি, কিরিটি প্রমুখ গোয়েন্দা চরিত্র গুলির সাহিত্যিক মূল্যও যেমন আছে, তেমনই সিনেমা হিসেবেও তা বাঙালির প্রাণকেন্দ্র। তাইতো সম্প্রতি টিসার মুক্তি পেতেই সাড়া মিলছে আকাশ ছোঁয়া। 'একেন বাবু'র চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অনবদ্য। তার সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মন্ডল, পায়েল সরকার, সোমক ঘোষ, সূহোত্র মুখোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি পায়েল সরকারও তাঁর সোশ্যাল মিডিয়ায় সকলকে অবিলম্বে এই ছবির টিজার দেখার অনুরোধ জানিয়েছেন। ছবিটির চিত্রনাট্য নির্মাণ করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার এবং গান বেঁধেছেন চন্দ্রিল। আগামী ১৪ই এপ্রিল, পয়লা বৈশাখের কথা মাথায় রেখেই তার প্রাক্কালে, 'একেনপ্রেমী' বাঙালিরা উপহার পেতে চলেছেন বড় পর্দায় তাঁদের বহু আকাঙ্খিত এই ছবিটিকে।