নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সূত্র মারফত খবর, ভারত ও অস্ট্রেলিয়া এই মাসের শেষের দিকে একটি আগাম ফসল কাটার চুক্তি সম্পাদন করবে। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের আওতায় বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করবেন।