নিজস্ব সংবাদদাতা : চারধামে তীর্থযাত্রা শুরুর আগে জোর কদমে চলছে প্রস্তুতি। কেদারনাথ মন্দিরের দরজা খোলার আগে চলছে তুষার অপসারণের কাজ। ৩১ মার্চের মধ্যে পথ পরিস্কার হয়ে যাবে। তারপর ৬ মে থেকে শুরু হবে দর্শন। ৬ মাস দর্শনার্থীদের জন্য কেদারনাথ মন্দিরের দরজা খোলা থাকবে বলেই আশা করা হচ্ছে। কেদারনাথে যাত্রার সেরা সময় হল মে এবং জুন। কারণ গ্রীষ্মে তাপমাত্রা আরামদায়ক থাকে। গৌরীকুন্ড থেকে কেদারনাথ তীর্থস্থান পর্যন্ত দূরত্ব ১৬ কিমি, যা প্রাথমিকভাবে প্রবীণ তীর্থযাত্রীদের আকর্ষণ করে, হেলিকপ্টারে পৌঁছে যাওয়া যায় ১৫ মিনিটেই।