পাঞ্জাবে সরকার গঠন পর আপের নজরে রাজস্থান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাঞ্জাবে সরকার গঠন পর আপের নজরে রাজস্থান

নিজস্ব সংবাদদাতা : দিল্লির পর আপের দখলে এল পাঞ্জাব। দেশ জুড়ে দলীয় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আম আদমি পার্টি। আগামী বছর রাজস্থানে নির্বাচন রয়েছে। সেখানেও সংগঠন মজবুত করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী ২৬ ও ২৭ মার্চ জয়পুরে আপের দুদিনের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। দলীয় সূত্রে খবর, পার্টির রাজ্য ইনচার্জ এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ওই দুদিন অনুষ্ঠান চলাকালীন পার্টির কল্যাণমূলক নীতি সম্পর্কে মানুষকে সচেতন করার উপায় নিয়ে আলোচনা করবেন। দলের নেতারা আরও বলেছেন যে দ্বারকার আম আদমি পার্টির  বিধায়ক এবং প্রাক্তন সাংসদ মহাবল মিশ্রের ছেলে বিনয় মিশ্রকে সম্মেলন চলাকালীন রাজস্থানের দায়িত্ব দেওয়া হতে পারে।