নিজস্ব সংবাদদাতাঃ ফের রাশিয়ার হামলায় কেঁপে উঠল ইউক্রেনের অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের। রবিবার আর্ট স্কুলে রুশ বাহিনী বোমা বর্ষণ করেছে, যেখানে প্রায় ৪০০ বাসিন্দা আশ্রয় নিয়েছে বলে সিটি কাউন্সিল জানিয়েছে। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও কাউন্সিল জানিয়েছে, ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বন্দর নগরী মারিউপোলের ওপর রাশিয়ার হামলা এমন একটি আতঙ্ক, যা শত শত বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে।