হরি ঘোষ,অন্ডাল : শাসকদলের ব্লক সভাপতির বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট নগদ টাকা সহ সোনার গয়না । শনিবার মাঝ রাতে ঘটনাটি ঘটে ছোড়া রিজিওনাল হসপিটাল খনি আবাসনে। শনিবার মাঝরাতে জামুরিয়া ব্লক-২ এর তৃণমূল ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্যের আবাসনে ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা । সুকুমার বাবু ইসিএল কর্মী । ছোড়া রিজইওনাল হসপিটাল চত্বরে আবাসনে পরিবার নিয়ে থাকেন তিনি । জামুরিয়া থানার কেন্দায় তার পৈতৃক বাড়ি । শনিবার রাতে আবাসনে ডাকাতির ঘটনাটি ঘটে । রবিবার সকালে সুকুমার বাবু জানান গতকাল রাতে তিনি কেন্দায় পৈতৃক বাড়িতে ছিলেন । আবাসনে ছিল স্ত্রী ও ছেলে । রাত্রি ১:৪৫ নাগাদ ৬ জন সশস্ত্র দুষ্কৃতী প্রাচীর টোপকে আবাসনে ঢোকে । আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নেয় তারা । আনুমানিক নগদ দেড় লক্ষ টাকা ও প্রায় দশ ভরি সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে সুকুমার বাবু দাবি করেন । প্রায় দু'ঘণ্টা দুষ্কৃতীরা আবাসনে তাণ্ডব চালায়, তছনছ করে বাড়ির সমস্ত জিনিসপত্র । সুকুমার বাবু জানান স্ত্রী ও ছেলের কাছে দুষ্কৃতীরা জানতে চেয়েছিল আমি কোথায় আছি । দুষ্কৃতীরা সুকুমার বাবুর খোঁজ কেন জানতে চাইছিল তাই নিয়ে শুরু হয়েছে ধন্দ্ব । নিছক ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল নাকি তাদের অন্য কোনো মতলব ছিল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । সোমবার সকালে ঘটনাস্থলে আসেন অন্ডাল থানার ওসি সহ পুলিশ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর আধিকারিকেরা । তদন্ত শুরু হয়েছে । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশ আধিকারিক । আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের রয়েছে । তার আগে শাসক দলের ব্লক সভাপতির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ও থাকতে পারে বলে মত এলাকাবাসীর ।