নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের সিয়ালকোট এলাকা। জানা গিয়েছে, পাঞ্জাব প্রদেশের ক্যান্টনমেন্ট এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সূত্র মারফত খবর, পাকিস্তান- উত্তর পাকিস্তানের শিয়ালকোট সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ হয়েছে। দাউদাউ করে জ্বলছে বিশাল আগুন। যদিও কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও পরিষ্কার নয়।