নিউজ ডেস্কঃঝাড়গ্রাম-ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক জুড়ে শনিবার খড়গপুর বন বিভাগের পক্ষ থেকে নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের উদ্যোগে ওই এলাকার মানুষকে সচেতন করতে সচেতন মূলক বার্তা প্রচার করা হয়। বন দফতরের পক্ষ থেকে নয়াগ্রাম ব্লকের বটপার্ট, জামশোলা ,পাতিনা, টিয়াকাটি, পাথরডহরি ও প্রতাপপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে এই বার্তা প্ৰচার করা হয়। বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের জানানো হয় যে কেউ যেন জঙ্গলে গিয়ে আগুন না লাগায়, পশু পাখি শিকার না করে। যদি কেউ ওই কাজ করে থাকে তার জেল ও জরিমানা দুটোই হতে পারে। সেই জন্যই শনিবার ওই এলাকার বসিন্দাদের বন দফতর এর পক্ষ থেকে এই সচেতনতা জারি করা হয়।