নিউজ ডেস্কঃ ঝাড়গ্রাম:- দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন জীবিকার সংগ্রামকে শক্তিশালী করতে আগামী ২৮ ও ২৯সে মার্চ সারা ভারত জুড়ে ২দিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। এদিন ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন হলে ধর্মঘট সফল করার জন্য জেলাস্তরের নেতাদের উপস্থিতিতে একটি কর্মীসভা হয়। কর্মীসভাতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা সম্পাদক প্রদীপ সরকার, ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ পুলিন বিহারী বাস্কে সহ একঝাঁক জেলাস্তরের নেতারা। কর্মীসভা শেষে দেবেন্দ্রমোহন হল থেকে একটি মিছিল বের করা হয়, যাতে সাধারণ ধর্মঘট সম্পর্কে মানুষ জানতে পারেন। সিপিআইএম নেতা অমিয় পাত্র জানান, আমাদের পার্টির নিজস্ব কর্মসূচি ৬ই এপ্রিল থেকে, সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নিয়ে আমাদের আলোচনা সভা ছিল। এবং ২৮ ও ২৯ মার্চ যে ধর্মঘট রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। এবং মিছিল করে মানুষের কাছে আবেদন জানাচ্ছি।