তপন কান্দুর পরিবারের সঙ্গে দেখা করলেন সুজন চক্রবর্তী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তপন কান্দুর পরিবারের সঙ্গে দেখা করলেন সুজন চক্রবর্তী

নিউজ ডেস্ক, পুরুলিয়াঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলার খুনে সমবেদনা জানাতে পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।  প্রসঙ্গত, গত ১৩ মার্চ দুস্কৃতির গুলিতে নিহত হন ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পরিবারের সাথে কথা বলে সুজনবাবু জানান, তপনবাবুকে যেভাবে খুন করা হয়েছে তা শুধু নৃশংসতাই নয় এটা পুলিশ ও অপরাধীর সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ রয়েছে তার মুখ্য প্রমান। তিনি বলেন,  "ক্ষমতা দখলের জন্য তৃণমূল খুন করেছে তপনবাবু কে। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তপনবাবু। আইসি বারবার ফোন করে ওই পরিবারকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন। যে পুলিশ অভিযুক্ত সেই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ এটা কখনই হতে পারে না। আইসি এখনও বহাল তবিয়তে কর্মরত। পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ"। এভাবেই শাসকদলের দিকে আঙুল তুলেছেন সুজন বাবু। এছাড়াও তিনি জানান, তপন কান্দুর পরিবারের পাশে বামেরা সবসময় আছে। এদিন সুজন বাবুর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত।