নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের অন্যতম চর্চিত নায়িকাদের তালিকায় সর্বদাই শীর্ষের দিকে থাকেন কঙ্গনা রানওয়াত। এবার কঙ্গনার শো এর ভিউ ১০০ মিলিয়ন ছাড়াল। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে কঙ্গনার নয়া শো 'লক আপ'। যেখানে বেশকিছু কন্ট্রোভার্সিয়াল সোশ্যাল মিডিয়া স্টারদের তাদের কন্ট্রোভার্সির জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করেছেন কঙ্গনা। 'লক আপে'র এই সাফল্যের কথা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন কঙ্গনা।