নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের শুরুতেই নিজেদের আসন্ন নয়া অতিথির খবর সামনে এনেছিলেন হর্ষ এবং ভারতী। বলিউড কমেডি কুইনের দেওয়া এই সংবাদে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যায়। এবার ভারতী তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে বেবি বাম্পের সঙ্গে অসাধারণ লাগছে তাকে। দেখে নিন সেই পোস্ট-