নিজস্ব সংবাদদাতাঃ রিজেন্ট পার্কে গুলির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুজিত মল্লিক। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এল সাফল্য। শনিবারই সুজিতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রিজেন্ট পার্ক থানা এলাকার ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যান সুজিত। শনিবার দুপুরে জানা যায়, তাঁকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার থেকেই যৌথ অভিযানে নামে লালবাজারের গুন্ডাদমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ। সূত্রের খবর, জোকায় শেষবার সুজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল। সেটা দেখেই তদন্তকারীরা বুঝে যান, দক্ষিণ ২৪ পরগনায় ঢুকেছেন অভিযুক্ত। এরপরই লালবাজারের গুন্ডা দমন শাখা এবং রিজেন্ট পার্ক পুলিশ দক্ষিণ ২৪ পরগনায় যৌথ অভিযান চালায়। তাতেই আসে সাফল্য।