নিজস্ব সংবাদদাতাঃ হংকংয়ে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। হংকং স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯ জন। যে ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯৭ শতাংশ কোভিডের পঞ্চম স্ফীতির কারণে। শুধু সংক্রমণই যে ভয়াবহ জায়গায় পৌঁছেছে এমনটা নয়, হংকংয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ছবিটাও ভয় ধরাচ্ছে। প্রায় সাড়ে পাঁচ হাজার মৃত্যু হয়েছে এই শহরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬৫ জনের। ৭৪ লক্ষ লোকের এই শহরে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় হাসপাতালগুলোর অবস্থাও শোচনীয় হয়ে পড়ছে।