রুশ চ্যানেলে বন্ধ হয়ে গেল পুতিনের ভাষণ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রুশ চ্যানেলে বন্ধ হয়ে গেল পুতিনের ভাষণ!

নিজস্ব সংবাদদাতাঃ  গত মাসে এক সকালে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে প্রায় এক মাস অতিক্রান্ত হলেও এখনও কাটেনি যুদ্ধের মেঘ। ইউক্রেনের শহরগুলোতে এখনও ঘুম ভাঙছে সাইরেনের আওয়াজে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে বহু নাগরিকের। দুই দেশেরই সেনাবাহিনীর বহু সদস্যের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক আদালত অবিলম্বে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও সুর এখনও নরম হয়নি পুতিনের। যুদ্ধের পরিস্থিতিতে সমালোচনার শিকার হতে হয়েছে পুতিনকে। আর এরই মধ্যে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মাঝপথে প্রেসিডেন্টের ভাষণ বন্ধ করে দিল রুশ সংবাদমাধ্যম।
শুক্রবার ফুটবল স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন পুতিন। কিন্তু, মাঝপথেই সেই ভাষণ বন্ধ হয়ে যায়। কেন রুশ সংবাদমাধ্যম এভাবে ভাষণ বন্ধ করে দিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আচমকা ওই সংবাদমাধ্যমে শুরু হয়ে যায় দেশভক্তির গান। সাধারণত প্রেসিডেন্টের ভাষণ এভাবে মাঝপথে বন্ধ করা হয় না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে এরকম একটি ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে বলতে গিয়ে সেনাবাহিনীর কথা সবেমাত্র বলতে শুরু করেছিলেন পুতিন। একটা বাক্য শেষ করার আগেই সেই বক্তব্য বন্ধ হয়ে যায়। তবে ক্রেমলিনের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। ১০ মিনিট পরে অবশ্য পুতিনের সেই ভাষণ আবারও চালানো হয়।