নিজস্ব সংবাদদাতাঃ মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। মেয়েদের বিশ্বকাপে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার নামেই। ২০১৭ বিশ্বকাপে ব্রিস্টলে শ্রীলঙ্কার ৯ উইকেটে ২৫৭ রানের জবাবে ২ উইকেটে ২৬২ রান তুলে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। সুতরাং, নিজেদেরই পুরনো রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া। শেষ ওভারে ঝুলনের প্রথম বলে চার মারেন বেথ মুনি। দ্বিতীয় বলে ২ রান নেন তিনি। তৃতীয় বলে পুনরায় চার মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন মুনি। ভারতের ৭ উইকেটে ২৭৭ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটের উত্তেজক জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।