নিজস্ব সংবাদদাতাঃ আজই ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ১৮ তম ভরত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দিতেই তিনি ভারতে আসছেন। দুদিনের সফরের প্রথমদিনেই তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই আলোচনা করা হবে। বিগত সাড়ে তিন বছরে এই প্রথম জাপান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্মেলন হতে চলেছে। সরকারি সূত্রের খবর, এই সফরেই জাপানের প্রধানমন্ত্রী ভারতে ৪কোটি ২০ লক্ষ ডলারের পঞ্চবার্ষিকী বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে পারেন। জাপানের সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরই তিনি ২ কোটি ৫০ লক্ষ ডলার ঋণের ঘোষণাও করতে পারেন।