নিজস্ব সংবাদদাতাঃ পেগাসাস ইস্যুতে শাসক-বিরোধী তরজা নতুন নয়। এবার ফের সেই ইস্যুতে মমতাকে মিথ্যাবাদী বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার ফোন থেকে ব্রাউন টেপ উধাও হয়ে গেল কী ভাবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এদিন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী ও পাল্টিবাজ বলে আক্রমণ করেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা হয়, যে কে বেশি মিথ্যা কথা বলেন আর কে বেশি পাল্টিবাজ, তাহলে মমতা অবশ্যই সেখানে প্রথম হবেন। বিজেপি সাংসদের দাবি, মমতা একসময় এক কথা বলেন, পরে আবার অন্য কথা বলেন। ব্রাউন টেপ প্রসঙ্গে সুকান্ত জানান, কয়েকদিন আগেই তিনি লক্ষ্য করেছেন মুখ্যমন্ত্রীর হাতের ফোনে কোনও ব্রাউন টেপ নেই। তাঁর প্রশ্ন, ‘আগে বলতে হবে সেই সময় কেন ব্রাউন টেপ লাগিয়েছিলেন? আর এখন কেন লাগানো নেই?’ এদিন ফের একবার বিজেপি নেতা দাবি করেছেন, ভারতে প্রথম যে রাজ্য পেগাসাস কিনতে গিয়েছিল, তা হল পশ্চিমবঙ্গ।