নিজস্ব সংবাদদাতাঃ ২০১৯ সালের শেষের দিকে চিনের উহান শহরে যখন অজানা ভাইরাসের প্রকোপ শুরু হল, তখনও নিশ্চিন্তে ছিল অন্যান্য দেশ। চিন জুড়ে গৃহবন্দি করে দেওয়া হয়েছিল নাগরিকদের। কিন্তু এসব করেও আটাকানো যায়নি সেই অদৃশ্য শত্রুকে। সেই ভাইরাস অতিমারির আকার নিয়ে বিপর্যস্ত করে ফেলেছে গোটা বিশ্বকে। আর সেই চিনে আবারও ফিরল করোনার নতুন আতঙ্ক। প্রায় দু বছর পর করোনায় মৃত্যুর ঘটনা ঘটল চিনে। জিলিন প্রদেশে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।