নিজস্ব সংবাদদাতাঃ 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে এবার মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কুলগামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নির্মাতারা দাবি করেছেন, সিনেমাটি বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত। কিন্তু ঘটনা হল 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমায় অনেক মিথ্যা জিনিস দেখানো হয়েছে। সেই সময় ফারুক আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন সেখানে রাজ্যপালের শাসন ছিল। দেশে ভিপি সিংয়ের সরকার ছিল, এই সরকারকে বিজেপি সমর্থন করেছিল।'