নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় ধাক্কা খেল রাশিয়া, ৮৪৩৩ কোটি টাকার মিশন থেকে বাদ পড়ল দেশ। জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষুব্ধ ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) রাশিয়ার মহাকাশ সংস্থা (রসকসমস)-কে মঙ্গল অভিযান থেকে বহিষ্কার করেছে। এখন এই মিশনে রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীদের কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না। এই মিশনের মূল্য প্রায় ৮,৪৩৩ কোটি টাকা। যার মধ্যে ছিল ইউরোপের দেশগুলোর পাশাপাশি রাশিয়াও। ইএসএ এবং রাশিয়ান স্পেস এজেন্সি এক্সোমার্স সেপ্টেম্বরে এই মিশনটি চালু করার কথা ছিল।