নিজেস্ব সংবাদদাতাঃ চলতি মাসেই নেপাল সফরে যাচ্ছে চীন নেতৃত্ব। ২ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই নেপালে যাচ্ছে চীন। তবে এবার নেপাল সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউএস কংগ্রেসও। চীনের নেতৃত্বদের নেপাল সফরের পরই নেপালে যেতে পারে ইউএস কংগ্রেস। নেপালে মার্কিন নেতৃত্বের সফর, নেপালের উন্নতিতে নয়া পালক যোগ করতে পারে। নেপালের উন্নয়নে ইউএস কংগ্রেসের তরফে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা রয়েছে।