নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম ইউক্রেনেও শুরু হয়ে গেল রুশ হামলা। শুক্রবার ভারতীয় সময় সকাল এগারোটা নাগাদ লভিভের বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তাতে ধ্বংস হয়ে গিয়েছে বিমানবন্দরের পাশে থাকা বিমান মেরামতির কারখানা। বহুদূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আকাশে কালো ধোঁয়া। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার দিকে ছুটছে অ্যাম্বুল্যান্স, দমকল। লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি জানিয়েছেন, হামলা হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকায়। রানওয়ে এখনও সুরক্ষিত আছে। মেয়র তার ফেসবুক পেজে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগেই প্লান্টের কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং এ পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।