নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, রাশিয়ার হামলার জেরে ইউক্রেনে থাকা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অন্তত ৪৩টি হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। টেড্রোস আধানম গেব্রেয়েসাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে বলেন, 'স্বাস্থ্যসেবার ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনের সমান। যেকোনো সময়, যে কোনো জায়গায় হামলা চালাচ্ছে রাশিয়া। তারা মানুষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পরিচর্যা থেকে বঞ্চিত করছে এবং ইউক্রেনে ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিষেবা।'